ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকিতে বিশাল জয় অর্জন করেছে শিরোপাধারী নড়াইল। গতকাল বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নড়াইল ১৮-০ গোলে রংপুরকে পরাজিত করে।
নড়াইলের কিমি কর্মকার হ্যাটট্রিকসহ আট গোল করেন। এছাড়া মিতু খানম চারটি, সাদিয়া খানম ও তসলিমা তামান্না সবাই দুটি করে গোল করেন। রিতু খানম ও শেফালি খানম করেন একটি করে গোল।
দিনের অন্য খেলায় ঢাকাকে ৩-০ গোলে হারিয়ে দেয় রাজশাহী। রাজশাহী জেলার শারমিন একটি এবং বর্ষা খাতুন মারিয়া দুটি গোল করেন। দিনাজপুর ও পটুয়াখালীর খেলা গোল শূন্য ড্র হয়।
আজকের খেলা শেষে ‘ক’ গ্রুপ থেকে নড়াইল, ‘খ’ গ্রুপ থেকে ঝিনাইদহ, ‘গ’ গ্রুপ থেকে রাজশাহী জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছেছে।