কেএফসি জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম দিনে জ¦লে উঠেছেন জাতীয় দলের প্রতিভাবান খেলোয়াড় সানজিদা। রাজবাড়ীর বিরুদ্ধে ১৬-০ গোলে জিতেছে ময়মনসিংহ। এর মাঝে সানজিদা একাই করেছেন ৭টি গোল!
গতকাল বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় সানজিদা ছাড়াও জাতীয় দলের আরেক ফরোয়ার্ড মার্জিয়া করেছেন ৪টি গোল। এছাড়া সাজেদা, তহুরা, মারিয়া দুটি করে গোল করেন।
দিনের অন্য খেলায় বিজেএমসি ৯-১ গোলে হারায় রংপুরকে। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড সাবিনা খাতুন করেন ৪টি গোল। লিপি ও মৌসুমী করেছেন ২টি করে গোল। রংপুরের একমাত্র গোলতাদা ছিলেন লাবনী।