চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা এলাকা থেকে শুক্রবার রাতে ৬ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানা মবিন নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার যুবক মহারাজপুর ইউনিয়নের জেড়াবকুলতলা গ্রামের কুতুবুল ইসলামের ছেলে । চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ইয়াবা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি দল সোহেল রানার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তল্লাসীর সময় একটি পেসার কুকারের মধ্যে রাখা পলিথিনের প্যাকেটে মড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।