চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন রুট অব লাইফ (জীবনের মূল)’র আয়োজনে শনিবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে মহারাজপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্রসহ ৪৫০ জন গ্রামবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে উপস্থিত ছিলেনÑ সংগঠনের সভাপতি লাবনি আক্তার বেবী, প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিয়াম, রনি, রবিউল আওয়াল, সাকিলসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।