বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on অক্টোবর ২৪, ২০২৪ by

মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাঁচ নম্বর মহারাজপুর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনঃসংযোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মেনুয়ার জাহান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. জিন্নাত আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন- মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিনহাজুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান।
এছাড়াও প্রকল্পটির প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিদেশ যাওয়ার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত বিদেশফেরত ব্যক্তিদের যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

About The Author

শেয়ার করুন