মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ শিক্ষার্থীদের

19

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ (স.)কে নিয়ে ভারতের নূপুর শর্মাসহ বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও পরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলকা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশ থেকে বক্তারা মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। তারাও মহানবীকে কটূক্তিকারীদের শাস্তি দাবে করেন।