Last Updated on অক্টোবর ২, ২০২৪ by
মহানন্দা সেতুর টোলঘরে আগুন
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় টোল প্লাজা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোনাবহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহানন্দা সেতুর টোল প্লাজায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের সঙ্গে টোল আদায়কারীদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয় বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং রাস্তা অবরোধ করে রাখেন। এসময় টোল প্লাজা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মীরা এসে আগুন নেভান।
এদিকে টোল আদায়কারী প্রতিষ্ঠানের প্রধান হাম্মাদ আলী বলেন- আজ টোল প্লাজায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে এবং টোল আদায়ের টাকা লুটপাট করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়কারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে এক শিক্ষার্থীকে মারধর করলে বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার বলেন, এ ঘটনায় উভয়পক্ষ মামলা করতে চায়লে তা নেয়া হবে।