Last Updated on এপ্রিল ৭, ২০২৪ by
মহানন্দা প্রবীণ নিবাস পরিদর্শন জেলা প্রশাসকের
মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। রবিবার বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃদ্ধাশ্রমের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের সাথে কিছু সময় কাটান তিনি।
এসময় জেলা প্রশাসক প্রবীণ নিবাসীদের জন্য ঈদের নতুন শাড়ি, লুঙ্গি ও ইফতার প্রদান করেন।
বৃদ্ধাশ্রম পরিদর্শন করে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, মহানন্দা প্রবীণ নিবাসের পরিচালনাকারীরা একটি মহৎ কাজ করে যাচ্ছেন। এ কাজে সমাজের বিত্তবানদের সহায়তা কারা উচিত। বৃদ্ধাশ্রমটি ভালোভাবে পরিচালনা করতে জেলাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বৃদ্ধাশ্রমে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লা আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. আকবর হোসেন।