চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মাসুদ রানা (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা নদীর সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
মৃত মাসুদ রানা রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার মোকছেদ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচর্জি (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে মাসুদ রানা তার দুই বন্ধুর সঙ্গে মহানন্দা নদীর সিঅ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে। রাকিব হোসেন ও আবু তালিব নামে দুই শিক্ষার্থী সাঁতার কেটে নদী থেকে উঠতে পারলেও মাসুদ রানা পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। বিকেলে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়।