মহাদেবপুরে পুলিশের অভিযান মহাদেবপুরে ১০ জন আটক

12

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার ১০ জন অভিযুক্ত ব্যক্তি আটক হয়েছেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার মহাদেবপুর মাংসহাটির মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে রাজন রবিদাস, সালবাড়ি গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো. মামুন, গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শামসুল, পোরশা থানার গোপালগঞ্জ গ্রামের ফারুক হোসেনের ছেলে তারেক হোসেন, মহাদেবপুর থানার দরিয়াপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মাসুদ রানা ওরফে হান্নান, শিবরামপুর গ্রামের মৃত তোছির মোল্লার ছেলে মো. জলিল মোল্লা, মহাদেবপুর লিচুবাগান গ্রামের মৃত হাসেম শেখের ছেলে মো. তমিজ উদ্দিন, খোদ্দ নারায়ণপুর গ্রামের মৃত ছফতুল মন্ডলের ছেলে মো. হেলাল ওরফে হেলু, কুঞ্জবন গ্রামের তসলিম উদ্দিন মন্ডলের ছেলে মো. দেলোয়ার হোসেন, জোয়ানপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. আবু রায়হানকে আটক করা হয়।
আটকের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।