মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সভা

110

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অুনষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলী আশরাফ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় অফিসার প্রফুল্ল কুমার প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর কবির। সভায় স্বাগত বক্তব্য দেন, মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক রেদুয়ান রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, সাবেক কাউন্সিলর অধ্যাপক হাবিবুর রহমান, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরুম মিনাল্লাহ বাচ্চু, জেলা সমবায় অফিসের পরিদর্শক জুয়েল উদ্দিন, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল।