সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২, ২০২৫ by

মহাডাঙ্গায় ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু একজনের

 

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
মারা যাওয়া ব্যক্তির ভাইয়ের বরাত দিয়ে সদর থানার এসআই আসগর আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত বিকেল ৪টার দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

About The Author

শেয়ার করুন