মহাকবির কাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

25


মো. তসলিম উদ্দীন

মহাকবির কাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমার বজ্র নিনাদ পতঙ্গের মতো
আত্মদান করলো লাখো লাখো জোয়ান।
সাত মার্চের রেসকোর্স মাঠের হুঙ্কার
স্বাধীনতার ঘোষণা তোমার।
সাড়া পড়েছিল দিকে দিকে
প্রজ্জ্বলিত হলো শিখা অনির্বাণ।

মহাকবির কাব্য তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আজো তুমি রয়েছ অজেয় বজ্রকণ্ঠের অমর নয়ন মণি
তোমার ডাকে দিয়েছিল সাড়া তক্ষুনি
মুসমিল-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান।
মন্ত্রের মতো তোমার ভাষণ, তুমি ছিলে জাদুকর।
ঘরে ঘরে দুর্গ গড়েছিল এদেশের আপামর।
তুমি বলেছিলে, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ’।
তোমার প্রতি তোমার ছিল অগাধ বিশ্বাস
ন’মাসে হানাদার বিদায় নিল ফেলতে পারেনি নিঃশ্বাস।
হে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশের মানুষের তেইশ বছরের করুণ ইতিহাস
তোমার কাব্যিক ভাষণে ধ্বনিত হলো আকাশ বাতাস
বাঙালির রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস
নর-নারীর আর্তনাদের ইতিহাস
তোমার ভাষণে তাই তো উত্তাল হয়েছিল আকাশ বাতাস।
উজ্জীবিত হয়েছিল সাত কোটি আদম সন্তান
তুমি আজব, তুমি অমর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মার্কিনীদের আব্রাহাম লিংকন
কৃষ্ণাঙ্গদের মার্টিন লুথার কিং
বাঙালিদের অবিসাংবাদিত নেতা
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান
মহাকবির কাব্যে তুমি তাই তো রয়েছ অম্লান।
আব্রাহাম লিংকনের গেটিস বার্গ
মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ আ ড্রিম
তোমার ছিল “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
মহাকবির কাব্যে তুমি রয়েছ আজো অম্লান।