মহর আলি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

47

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরে অবস্থিত বিদ্যালয়ে লাইব্রেরি রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, সহকারী প্রধান শিক্ষক কয়েস আলী, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আশরাফুল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীরা।
জেলা পরিষদের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ ছরে ৫ লাখ টাকা বরাদ্দে লাইব্রেরি ভবনটি নির্মাণ করা হচ্ছে।