Last Updated on মে ২৩, ২০২৪ by
মহর আলি উচ্চ বিদ্যালয়ের ফলক উন্মোচন
চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগরে বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন দ্বিতল ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখী ভবনের নির্মাণাধীন কাজের ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
রাজস্ব খাত থেকে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
ফলক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক মো. কয়েস আলী ও হাবিবুর রহমান পিন্টু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. আল মামুনসহ অন্যরা।