সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৩, ২০২৪ by

মহর আলি উচ্চ বিদ্যালয়ের ফলক উন্মোচন

চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগরে বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন দ্বিতল ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখী ভবনের নির্মাণাধীন কাজের ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
রাজস্ব খাত থেকে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
ফলক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক মো. কয়েস আলী ও হাবিবুর রহমান পিন্টু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. আল মামুনসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন