মল্লিকপুরে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রয়াসের

17

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে মৎস্যচাষিদের মধ্যে মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই উপকরণ বিতরণ করে।
সংস্থাটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাতে) ২০২২-২৩ অর্থবছরে পোনা চাষে উদ্যোক্তা তৈরি, দেশীয় ছোট প্রজাতির মাছ চাষ ও চিতল-কার্প প্রদর্শনীর ৮ জন সদস্যকে উপকরণগুলো প্রদান করা হয়। উপকরণের মধ্যে রয়েছে- চুন, ঝাঁকি জাল, নীল জাল, ইউরিয়া, টিএসপি, ভার্মিকম্পোস্ট, সবজির চারা, জিআই তার, মাচা জাল এবং রেকর্ড বুক। সেই সঙ্গে সদস্যদের মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও ফোকাল পার্সন ফারুক আহমেদ, মনিটরিং অফিসার জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক।