বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নিয়মিত প্রকাশনা ‘অবসর জীবন’ ম্যাগাজিনে প্রকাশিত লেখার জন্য শ্রেষ্ঠ লেখকের (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানের মরহুম আলহাজ্ব কামরুজ্জামান। সংশ্লিষ্ট সমিতি সান্মাষিক পত্রিকা ‘অবসর জীবন’ এর জানুয়ারি-জুন-২০১৫ সংখ্যায় ‘উদয় গুলমঞ্চ’ (রম্য রচনা) প্রকাশিত লেখার ওপর এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন লেখকের ছেলে মো. আকতারুজ্জামান মন্টু। মরহুম আলহাজ্ব কামরুজ্জামান সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী অঞ্চলের একজন কর্মচারী থাকা অবস্থায় ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত ছিলেন। অবসর গ্রহণের পর হোমীয় চিকিৎসকের পাশাপাশি নিয়মিত লেখালেখি করতেন।