বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১০, ২০২৫ by

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ জেলার ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার চাঁনপুর ব্রিজের চৌরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুরের হাটপাগলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হাসাদ হোসেন (১৬), নরসিংদী জেলার রায়পুরার পলাশতলী এলাকার নবাব আলীর ছেলে আবুল কাশেম (৫০), শেরপুর জেলার নকলার সাতুগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশিক মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি উপজেলার ভাইটকান্দি থেকে ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাঁনপুর ব্রিজের চৌরাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

শেয়ার করুন