‘মন কারিগর’ অ্যালবাম নিয়ে তাহসান-ইমরান

107

06-প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান-ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। সোমবার সন্ধ্যা থেকে বাজারে সিডি আকারে পাওয়া যাবে এই অ্যালবামটি। সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে নতুন এই অ্যালবামটি। ৬টি গান নিয়ে সাজানো হয়েছে ‘মন কারিগর’। এতে তাহসান-ইমরান ৩টি করে গানে কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, ‘অ্যালবামের প্রতিটি গানে নতুনত্ব রয়েছে। কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়টাও দুর্দান্ত হয়েছে। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন।’ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন এই দুই সংগীতশিল্পী। অ্যালবামের ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’। পয়লা বৈশাখে এই অ্যালবামের একটি মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলেও জানা গেছে।