‘যে দূষণ করবে সে টাকা দেবে’ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি’র (আইএইএ) এই বিধানকে অন্তর্ভুক্ত করে ‘তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতি’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে তার তেজগাঁওয়ের কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সচিবালয়ে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘এটমিক এনার্জি যেহেতু খুবই স্পর্শকাতর এবং বিপজ্জনক বিষয় তাই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি গাইড লাইন দরকার এবং সেখানে আইএইএ’র গাইড লাইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই সেই গাইড লাইন দিয়েই এই নীতিমালাটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে কোনোরকমের বিপদের সম্মুখীন যেন হতে না হয়।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কীভাবে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা করা হবে সেটা নিয়ে নীতিমালায় অনেকগুলো কথা আছে। বর্জ্য উৎপাদনকারী কারা কারা আছেন, তাদের উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহƒত পারমাণবিক জ্বালানি থেকে বর্জ্য কিভাবে নিরাপদ নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, তার একটি নীতিমালা নির্ধারিত হয়েছে। মোটা দাগে যাকে এভাবে বলা যায়- ‘যে দূষণ করবে সে টাকা দেবে’। এটা আন্তর্জাতিক নীতি।’ তিনি বলেন, ‘যে দূষণ করবে তাকে টাকা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। এটা হলো মূলনীতি।’
শফিউল আলম বলেন, এজন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) একটা এজেন্সি নিয়োগ করবে। এটার নাম হলো তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি (আরডব্লিউএমসি)। তিনি বলেন, ‘এই কোম্পানির বিশেষজ্ঞ দল থাকবে। যারা বর্জ্য ব্যবস্থাপনার কাজ করবে। সারা বাংলাদেশে যত এটমিক এনার্জির বর্জ্য পাওয়া যাবে সেগুলো ব্যবস্থাপনা তারা করবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাধ্যবাধকতা বা আইএইএ’র ইনস্ট্রাকশন তো আমাদের আছে।’
এদিন মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন-২০১৯’র খসড়া এবং ‘বাংলাদেশ বাতিঘর আইন-২০১৯’র খসড়ারও চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের শুরুতে সম্প্রতি বেশ কিছু মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বৈশ্বিক মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী নারী নেতৃত্বের ১০০ জনের তালিতায় অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা তাকেও অভিনন্দন জানায়। একইসঙ্গে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি বাংলাদেশী বংশোদ্ভূত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লন্ডনভিত্তিক স্বনামধন্য সংবাদপত্র ‘ইভনিং স্ট্যান্ডার্ড’ কর্তৃক প্রকাশিত ২০১৯ সালের লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা তাকেও অভিনন্দন জ্ঞাপন করে।