ফ্লোরেন্সের উত্তরে মধ্য ইতালিতে একটি ৪.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়ে বাসিন্দাদের রাস্তায় নেমে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা হিসাবে কিছু এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ট্রেন চলাচলও বিলম্বিত হয়েছিল। স্থানীয় সময় সোমবার সকালে সকাল ৫টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি)-এর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
যার কেন্দ্রস্থল ছিল ফ্লোরেন্স প্রদেশের মারাদির কাছে। দমকলকর্মীরা এক্স(টুইটার)-এ জানান, আতঙ্কিত বাসিন্দারা জরুরী পরিষেবাগুলোতে কল করছে। কিন্তু এই সময়ে আঘাতের খবর পাওয়া যায়নি। মাররাডির মেয়র টমাসো ত্রিবার্টি বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা সবার বাড়ি পরীক্ষা করে দেখছেন। তিনি বলেন, ‘সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছে কিন্তু কোনো বিশেষ ক্ষতির খবর পাওয়া যায়নি।’ ২০১৯ সালে মুগেলোর কাছে একটি ৪.৫-মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সূত্র: এএফপি (রোম)