শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৬, ২০২৪ by

মডেল স্কুলে বিদায় কৃতীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী। বিদ্যালয়টির শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক লতিফা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. মাহমুদুজ্জামান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামাল উদ্দীন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহর বানু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- শাহারিয়ার হোসেন রিজভী ও সানিয়া বিনতে শামস হিমি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ ও মো. নেয়ামাতুল্লাহ।
শেষে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপহার হিসেবে পরীক্ষার উপকরণ, পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

About The Author

শেয়ার করুন