মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতকে সোপর্দ করা হলে ওই আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সংস্থাটির পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে গতকাল বুধবার ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এদের আটক করা হয়।
পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, আটককৃতদের পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম মো. হেলালকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মো. মজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক মো. মাহফুজুর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বিউটি বেগমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া মো. রোকনুতজ্জামান ডলারকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।