বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩, ২০২৫ by

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৪ জন নারী ও ৪জন পুরুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের মো. শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে মো. মোফাজ্জেল হোসেন (৩৫), তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুখী দাস (৫৫), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন (১৯), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছা. রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পিছি বারইখালী গ্রামের ইব্রাহিমের স্ত্রী মোছা. নাদিরা খাতুন (৩৭)।
লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন-আটককৃত ব্যক্তিরা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

About The Author

শেয়ার করুন