মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৪, ২০২৪ by

ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন : জর্জ সভাপতি কাদের সম্পাদক

দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহা. ইয়াজদানী রাজী জর্জ সভাপতি এবং মোহা. আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার বেলা ৩টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী রাজী জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক চুটু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান মাস্টার, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র নেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
সম্মেলনে জানানো হয়, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৮ সালে।
দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।

About The Author

শেয়ার করুন