শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৮, ২০২৪ by

ভোলাহাট ও সদরে মহানন্দায়
ডুবে শিশুসহ মৃত্যু দুজনের

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ভোলাহাটে মারা যাওয়া শিশুটি হচ্ছেন মোসা. সোনিয়া (১২)। শিশু সোনিয়া উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে। অপরজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর নতুন টার্মিনাল এলাকার জিকেন আলীর ছেলে রায়হান আলী শুভ (২২)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিশু সোনিয়া ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামে নানা জমরুদ্দিনের বাড়ি বেড়াতে যায়। পরে মহানন্দা নদীতে গোসল করতে গেলে ডুবে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিেিয় গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. রাহাত সোনিয়াকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় সোনিয়াকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. রাহাত তাকে মৃত ঘোষণা করেলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল একই স্থানে দুজন শিশু ডুবে মারা যায় বলে যায়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকছুদুর রহমান জানান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে নির্মাণাধীন রাবারড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে শুভ। এ সময় হঠাৎ করে পানিতে ডুবে যায় সে। পরে গোসল করতে যাওয়া অন্য বন্ধুরা ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

About The Author

শেয়ার করুন