চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইবতেদাইয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গোহালবাড়ী গোরস্থান সংলগ্ন মাদরাসাটির ৪৫ জন এতিম ছাত্রের মাঝে কম্বল বিতরণ করেন সাদা মনের মানুষ মো. জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. জামালুদ্দিন কাসেমী, সহকারী শিক্ষক মাওলানা মো. বাসির উদ্দিন, মাওলানা মো. আব্দুল কাদের, মাওলানা মো. মাসুদুর রহমানসহ অন্যরা।