চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক আওয়ামী লীগ সভাপতি ওয়াজেদ আলী সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোহালবাড়ী কবরস্থান থেকে আওয়ামীলীগ কর্মীর দাফন শেষে ওয়াজেদ আলী বাড়ী ফেরার সময় গোহালবাড়ী হাট হতে হলিদাগাছী সড়কের মাঝামাঝি স্থানে অপর দিক থেকে আসা আলোবিহীন ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষে দূরে ছিটকে পড়েন। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।