ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

15

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- উপজেলার বীরেশ্বরপুর গ্রামের মৃত মাওলানা খলিলুর রহমেনর ছেলে আব্দুল কাদের (৬৩)।

ভোলাহাট থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবদুল কাদের মঙ্গলবার সকালে একটি মামলায় হাজিরা দিতে ভোলাহাট মেডিকেল মোড় হতে মাহিন্দ্রযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে আব্দুল কাদেরের ডান পা ভেঙে যায়। এ সময় তাকে দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবদুল কাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী যাওয়ার পথিমধ্যে আবদুল কাদেরের মৃত্য হয়।
এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ম-ল জানান, নিহতের পরিবার একটি জিডি করেছে।