ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা খালেক আহত

49

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে ভোলাহাট মেডিকেল মোড় হতে নিজ বাড়ি উপজেলার যাদুনগর গ্রামে অটোরিকশায় যাওয়ার পথে ওয়ালটন মোড়ের দক্ষিণে অপরদিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাশের এক গর্তে পড়ে গিয়ে তিনি আহত হন। তার মাথা ও চোখসহ ডান দিকে মারাত্মক আঘাত পান। বাম হাতেও আঘাত লাগে বলে জানিয়েছেন তার বড় ছেলে আতিকুল ইসলাম ডুলু।
প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডের ৭নং বেডে ভর্তি রয়েছেন।
তাকে দেখতে দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেন।