চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ জুলাই সকাল ১০ টার দিকে মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহিদ টরিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, সাদা মনের মানুষ জিয়াউল হক, ভোলাহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রহমত আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, রশিদুল আলম জেমসহ অন্যরা। অনুষ্ঠান উপলক্ষে উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়-বরণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।