ভোলাহাটে সাপে কেটে কৃষকের মৃত্যু

44

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বজরাটেক ঈদগাহপাড়ার মহিউদ্দিনের ছেলে বেলাল (৩২)। মহানন্দা নদীর পাড়ে ভুট্টা ক্ষেতে শ্যালোমেশিনে পানি দেয়ার সময় তাকে সাপে কামড় দেয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে।
মৃতের স্বজন সাদ্দাম আলী জানান, বুধবার সকালে নিজের শ্যালোমেশিনে অন্যের ভুট্টার ক্ষেতে মহানন্দা নদী থেকে সেচ দিচ্ছিলেন বেলাল। এ সময় তিনি সব জায়গায় পানি ঠিকমতো যাচ্ছে কিনা তা দেখার জন্য ভুট্টা ক্ষেতের চারদিকে ঘুরছিলেন। ঘোরা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। তিনি আরো বলেন, খবর পেয়ে বেলালকে উদ্ধার করে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইসারুল ইসলাম তুষার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার প্রস্তুতিকালে বেলাল মারা যান।