Last Updated on ডিসেম্বর ১৮, ২০২৪ by
ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ভোলাহাট মেডিকেল মোড়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীকে সভাপতি ও আলী হায়দারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক মো. ইব্রাহীম খলিল। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মো. গোলাম কবির গোলাপ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. শামসুজ্জামান আলকাস ও উপদেষ্টা ক্বারী মাওলানা মো. আলাউদ্দিন।