ভোলাহাটে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

13

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় নকআউট পর্বের এই টুর্নামেন্ট শুরু হয়। ভোলাহাট মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের উদ্যোগে রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, মুনিরুদ্দীন মুন্টু, ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয়ক সাবিহা শবনম কেয়াসহ অন্যরা।
খেলা পরিচালনা করেন বাবুল আক্তার। তাকে সহযোগিতা করেনÑ হানিফ হাসান ও মিজানুর রহমান।
নকআউট পর্বের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রহনপুর বেগুনবাড়ী ফুটবল দল ও ভোলাহাট বাহাদুরগঞ্জ ক্রীড়া সংঘ। ৪০ মিনিটের খেলায় ১-০ গোলে জয় পায় রহনপুর বেগুনবাড়ী ফুটবল দল।
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি রাজু আহমেদ বলেন, গত বছরের ৬ মে ২৪টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। নকআউট পর্বে ১৬টি দল প্রতিযোগিতা করবে।