চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ভিত্তিক ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ প্রতিযোগিতার আয়োজন করে ভোলাহাট উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, ভোলাহাট থানার ওসি (তদন্ত) মো. রেজওয়ান ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ।
প্রতিযোগিতায় উপজেলার চার ইউনিয়নের বিজয়ী খেলোয়াড়রা উপজেলাভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। উপজেলাভিত্তিক প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়রা জেলাপর্যায়ে অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিগণ।
উল্লেখ, এর আগে পৃথকভাবে উপজেলার চারটি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।