Last Updated on নভেম্বর ৩, ২০২৪ by
ভোলাহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রবিবার বিকেলে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এ উপলক্ষে জনসভার আয়োজন করে উপজেলা যুবদল।
জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাহতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌর বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আফাজুদ্দীন পান্নু মিয়া, উপজেলা বিএনপির মহিলা নেত্রী মোসা. রেশমাতুল আরশ রেখা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আল হেলাল, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইবনে কাজেম, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. কামরুজ্জামান মানিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক মো. মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন আরাফাত সানি।