ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ

13

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির।