চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাদা মনের মানুষ জিয়াউল হক, কলেজ অধ্যক্ষ আজগার আলী, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব নঈমুদ্দিন আহম্মেদ, আলহাজ্ব আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল করিম, রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, আলমাস আলীসহ অন্যরা। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শীতকালীণ ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।