Last Updated on সেপ্টেম্বর ১৮, ২০২৪ by
ভোলাহাটে মাসকলাই বীজ ও সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বীজ ও সার বিতরণ করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এই বীজ ও সার দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা. সুবর্ণা খাতুন, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আক্তারুল ইসলামসহ উপকারভোগী কৃষকগণ।
কৃষি অফিস জানায়, ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৬৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।