দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভোলাহাটে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি কায়সার আহমেদ কচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী, ভোলাহাট, চাঁপাইডনবাবগঞ্জ’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মিজানুর রহমান, নুর আলম, স্থানীয় বাসিন্দা রহমতুল¬াহ।
গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়।

About The Author