ভোলাহাটে মাঠ দিবস ও কৃষক সমাবেশ

8

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বজরাটেক ব্লকের মুন্সিগঞ্জ হাটখোলায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
এতে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
তেল-জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শামীম ইকবাল, রাজশাহী অঞ্চলের তেল-জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. সাজ্জাদ হোসেন।
সূচনা বক্তব্য দেন- উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম, কৃষক মো. রনি শেখ।