দৈনিক গৌড় বাংলা

ভোলাহাটে মহানন্দায় ডুবে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন মামুন (৩২) নামের এক ব্যক্তি। মারা যাওয়া মামুন ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের যাদুনগর গ্রামের মো. সান্টুর ছেলে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা ও ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ফরিদ উদ্দিন জানান, মামুন শুক্রবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। দুপুর ২টায় স্থানীয় ও ফায়ার সর্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক মামুনকে মৃত ঘোষণা করেন। মামুন একজন মৃগি রোগী ছিলেন বলে তারা জানান।

 

About The Author