ভোলাহাটে ভিটামিন-এ ক্যাম্পেইন অবহিতকরণ সভা

10

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ ডা. হাসান আলী, ডা. রায়হান, ভোলাহাট ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মাঞা, উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা।
সভায় ডা. আব্দুল হামিদ জানান, উপজেলার মোট ১৪ হাজার ৫০ শিশুকে ৯৭টি ক্যাম্পে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ জুন হতে ৮ জুন পর্যন্ত এ ভিটামিন খাওয়ানো হবে। ভিটামিন-এ কার্যক্রম সফল করতে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।