দৈনিক গৌড় বাংলা

ভোলাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের আয়োজনে শনিবার সকাল ১০টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মিলনয়াতনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী, উপাধ্যক্ষ তাহজ্জাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হাসান, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কোরবান আলী, অধ্যক্ষ মোঃ আজগর আলী, সাংবাদিক মো. গোলাম কবির, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, অ্যাকটিভ মডেল এ্যকাডেমির পরিচালক মো. মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক এর প্রতিনিধি রাসেল আহমেদ, ভোলাহাট উপজেলা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন আহমেদ, সেলিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সভায় ভোলাহাট উপজেলাকে সার্বিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ছাত্র বিপ্লবে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

About The Author