Last Updated on ডিসেম্বর ২৬, ২০২৪ by
ভোলাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালায়ের প্রধান শিক্ষক মোসা. দিলারা খাতুন।
অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ভোলাহাট উপজেলার ৮০ জন শিশু অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় এবং ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।