বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৮, ২০২৫ by

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের লক্ষে আরো দুটি বিওপি চালু করল বিজিবি। মঙ্গলবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন এই বিওপি দুটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। প্রথমে খড়কপুর বিওপি ও পরে সুরানপুর বিওপির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিওপি দুটির উদ্বোধন শেষে বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

শেয়ার করুন