বজ্রপাত রোধ কল্পে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ ভোলাহাট জোনের উদ্যোগে তালবীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর খাড়োবাট্টা হতে চামুশা বিজিবি ক্যাম্প পর্যন্ত ২ কিলেমিটার রাস্তায় তালবীজ রোপন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ ভোলাহাট জোনের সিনিয়ার উপ-সহকারী প্রকৌশলি একেএম আব্দুল মঈন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখি কর্তৃপক্ষের কর্মচারী আব্দুল খালেক-১, আব্দুল খালেক-২, চালক আকবর কবির, ঠিকাদার ফজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও স্থানীয় সূধীগণ। উল্লেখ বরেন্দ্র কতৃপক্ষ উপজেলার বিভিন্ন রাস্তায় ১০ হাজার তালবীজ রোপন করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।