শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১২, ২০২৪ by

ভোলাহাটে বিএনপির সমাবেশ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সমাবেশ ও র‌্যালি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহা. আব্দুস সোবহান মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানী আলিম আল রাজী জর্জ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহা. মোজাম্মেল হক চুটু।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোহা. আব্দুল কাদের সমাবেশ সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, মোসা. শাহানাজ খাতুন, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহজালাল, দলদলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু মোতালেব মাস্টার, গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রহমত আলী, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহা. কামরুজ্জামান বাবুলসহ অন্যরা।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে মোহবুল্লাহ কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

About The Author

শেয়ার করুন