Last Updated on ডিসেম্বর ১০, ২০২৪ by
ভোলাহাটে বিএনপির রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উপজেলা শাখার আয়োজনে দলটির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রহমত আলী। প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ। প্রধান বক্তা ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক চুটু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবহান মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভোলাহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য সচিব মো. মামুনুর রশিদ, দলদলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু মোতালেব, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিএম রুবেল আহমেদ, ছাত্রদল নেতা মো. মাসুদ, যুবনেতা আজিম।