চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভোলাহাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
ভোলাহাট উপজেলার নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাববুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ভোলাহাট উপজেলার ৩ নং দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নূরুল ইসলাম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহা. শরিফুজ্জামান।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়টির সহকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার খেলোয়াড়দের পড়াশোনার পাশাপাশি খেলা-ধুলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম সর্দার, মো. রাকিবুল ইসলাম, মোহা. রেজাউল্লাহ, মো. রাউফুন নবী, মো. লিটন আলী। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বি.এম রুবেল এবং সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসের মো. জহুরুল হক জনি।